Sylhet View 24 PRINT

সাকিব ভিনগ্রহের ক্রিকেটার: শোয়েব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৬ ১১:৪৫:৫১

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বকাপে ক্যারিয়ারসেরা ফর্মে আছেন সাকিব আল হাসান। ব্যাট-বল হাতে জ্বালাময়ী পারফরম্যান্সে বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। একা কাঁধে বয়ে দলকে রেখেছেন সেমিফাইনালের দৌড়ে।

বিশ্বমঞ্চে তার আগুনে ফর্মে রীতিমতো বিস্মিত পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। এ অলরাউন্ডারকে ভিনগ্রহের ক্রিকেটার বলে মানছেন তিনি।

বিশ্বকাপে সেমিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে ব্যাট-বলে অতিমানবীয় পারফরম করে দলকে একাই জিতিয়েছেন সাকিব।

হাফসেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি বল হাতে ২৯ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ আসরে বাঁহাতি এ অলরাউন্ডার এতেটা ধারাবাহিকভাবে পারফর্ম করায় অবাক শোয়েব।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, সাকিবের কথা বলতেই হয়। সে অন্য জগতের ক্রিকেট খেলছে। যেভাবে দলকে টেনে নিয়ে যাচ্ছে ও, এককথায় তা অবিশ্বাস্য। দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তার ভূমিকা অনন্য।

এবারের ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন সাকিব। বল হাতে ১০ উইকেট শিকারের সঙ্গে নিজের নামের পাশে ৪৭৬ রান রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আফগানদের বিপক্ষে অনিন্দ্যসুন্দর পারফরম্যান্সে একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে ১০০০ রান এবং ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।

সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/২৬ জুন ২০১৯/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.