Sylhet View 24 PRINT

আজ আর পারলেননা উইলিয়ামসন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৪ ১৭:৪৯:৩৯

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বকাপ ফাইনালে লর্ডসে খেলতে নেমে প্রথম উইকেটের ধাক্কা সামলিয়ে ধীরেসুস্থে খেলতে থাকেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও ওপেনার হেনরি নিকোলস। ব্যক্তিগত ৩০ রান করে দলকে ভালো সংগ্রহ এনে দেয়ার পথে লিয়াম প্লাঙ্কেটের বলে উইকেটের পিছনে থাকা বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান উইলিয়ামসন। আজ আর পারেননি দলকে পৌঁছে নিতে ভালো অবস্থানে।

এর আগে শুরুতেই সাজঘরে ফিরে যান কিউই ওপেনার মার্টিন গাপটিল। ব্যক্তিগত ১৯ রানে ক্রিস ওকসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪ ওভারে ২ উইকেটে ১০৮ রান। মাঠে অপরাজিত আছেন হেনরি নিকোলস (৪৮ রান) ও রস টেইলর (০৩ রান)।

রোববার (১৪ জুলাই) বিকেলে ৩টা ১৫ মিনিটে ক্রিকেটের তীর্থস্থানখ্যাত লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় ১৫ মিনিট দেরিতে অনুষ্ঠিত হয় টস।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি, মাছরাঙা চ্যানেল ও বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। অন্যদিকে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তিনে অবস্থান করছে নিউজিল্যান্ড।

ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে, বিশ্বকাপের মঞ্চে ৯ বারের সাক্ষাতে ফলাফলের পাল্লাটা কিউইদের দিকেই ভারি। তাদের ৫ জয়ের বিপরীতে ইংলিশরা জিতেছে ৪টি ম্যাচে।

আন্তর্জাতিক ওয়ানডেতে ৯০ বারের সাক্ষাতের ইতিহাস বলছে এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে দুই দেশের মধ্যে। নিউজিল্যান্ডের ৪৩ জয়ের বিপরীতে ইংল্যান্ড জিতেছে ৪১টি ম্যাচে। দু’টি ম্যাচ টাই হয়েছে, চারটি পরিত্যক্ত।

এই ম্যাচে একাদশে পরিবর্তন আনেনি কোনো দলই। দু’দলই খেলবে তাদের সেমিফাইনালের একাদশ নিয়ে।

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্তনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, জনি বেয়ারেস্ট, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার এবং মার্ক উড।


সৌজন্যে : পূর্বপশ্চিম

সিলেটভিউ ২৪ডটকম/১৪ জুলাই ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.