Sylhet View 24 PRINT

আমাদের স্বপ্নগুলো এভাবেই ভেঙে যায়: মোসাদ্দেক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৬ ১৪:০৪:৩৮

সিলেটভিউ ডেস্ক :: ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে মঙ্গলবার রাতে ৮৮ মিনিট পর্যন্ত জয়ই দেখছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে ভারতের আদিল খানের গোলে জয় হাতছাড়া হয় জামাল ভূঁইয়াদের। একে তো প্রতিপক্ষের মাঠ, তার উপর আবার ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতের সঙ্গে এমন পারফরম্যান্সে পুরো বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে গোলে জয় হাতছাড়া যেন মেনে নিতে পারছেন অনেকে। এই তালিকায় রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে ভারতের আদিল খানের গোলে বাংলাদেশের নিশ্চিত জয় হাতছাড়া হওয়ার হতাশায় ডুবে গেছেন তিনি। যা প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তারই এক স্ট্যাটাসে।

ভারতের মাটিতে ভারতের সঙ্গে ড্র'য়ের পর বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি-মুসফিক-রুবেলের মতো সিনিয়র ক্রিকেটাররা। কিন্তু বাকিদের চেয়ে মোসাদ্দেক হোসেন সৈকতের ফেসবুক পোস্ট আলাদা নজর কেড়েছে। এর আগে ২০১২ এশিয়া কাপে ২ রানের জন্য শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এভাবে স্বপ্নভঙ্গ হওয়ার ঘটনা আছে আরও বেশ কয়েকটি। সে সব কষ্টের কথা মনে করেই মোসাদ্দেক লিখেছেন, ‘আমাদের স্বপ্নগুলো এভাবেই ভেঙে যায়। হয়তো ২ রানে, নয়তো ২ মিনিটে! অভিনন্দন বাংলাদেশ।’

সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/১৬ অক্টোবর ২০১৯/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.