Sylhet View 24 PRINT

‘বুলবুলের’ কবলে পাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১০ ১৭:৫৩:১৭

সিলেটভিউ ডেস্ক :: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ গৃহবন্দি। এতে এপার-ওপার বাংলার বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের ঘটনাও ঘটেছে। এর কবলে পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।

রোববার নাগপুরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। দুই দলের জন্য এটি সিরিজ নির্ধারণী ম্যাচ। যে দল এ ম্যাচ জিতবে, তারাই সিরিজ ঘরে তুলবে।

প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। পরের ম্যাচে ৮ উইকেটের বড় জয়ে সমতায় ফেরে ভারত। সিরিজ ১-১ সমতায়। ফলে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে শিরোপা নির্ধারণী।

অঘোষিত ফাইনালে দলকে সমর্থন দিতে ভারতে গেছেন নাজমুল হাসান। শনিবার দেশ ছেড়ে যাওয়ার পর কলকাতায় পৌঁছে ঘূর্ণিঝড়ে আটকা পড়েন তিনি। বুলবুলের কারণে সেখানে বিমান ওঠা-নামা বন্ধ হয়ে যায়। ফলে তাকে বসে থাকতে হয়।

ওই দিনই নাগপুরে যেতে পারেননি বিসিবি বস। কলকাতায় রাত কাটানোর পর এদিন সকালে ভারত-বাংলাদেশ ফাইনালি লড়াইয়ের ভেন্যুর পথে রওনা দেন তিনি। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল। আশা করা হচ্ছে, এর আগে সেখানে পৌঁছে যাবেন বোর্ড প্রধান।

গেল রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সশরীরে উপস্থিত ছিলেন পাপন। ওই মাঠে দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ কাজে দেশে ফেরেন তিনি। পরে রাজমুকুটে সন্ধানে থাকা টাইগাররা রাজকোটে ভারতের কাছে হেরে যায়। এবার নাগপুরে কী মাহমুদউল্লাহদের ভাগ্য ফেরাতে পারবেন বিসিবি প্রেসিডেন্ট?


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১০ নভেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.