Sylhet View 24 PRINT

একই মাঠে বিপিএলের ৬ দলের অনুশীলন দেখে বিস্মিত ওডনেল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১০ ১৬:২৭:২৫

সিলেটভিউ ডেস্ক :: এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। বুধবার বাজছে বঙ্গবন্ধু বিপিএলের ধামাকা। উদ্বোধনী ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। এর আগে মিরপুরে হোম অব ক্রিকেট একাডেমি মাঠে সোমবার অনুশীলন করে সব দল।

এক পাশে অনুশীলন করে খুলনা টাইগার্স, আরেক পাশে চট্টগ্রাম। এ ছাড়া মাঝমাঠে অনুশীলন করে রাজশাহী রয়্যালস। এর পর সেই মাঠে অনুশীলন করতে নামে রংপুর রেঞ্জার্স। এভাবে অদলবদল করে আরও দুদল প্র্যাকটিস করে।

একই মাঠে ছয় দলের ক্রিকেটারদের অনুশীলন দেখে বিস্মিত রংপুর রেঞ্জার্সের কোচ মার্ক ওডনেল। তিনি বলেই ফেললেন, এমন দৃশ্য আগে কখনও দেখেননি।

ওডনেল বলেন, এখানে ছয় দল অনুশীলন করছে। কিছু দর্শকও আছেন। এমন অবস্থায় যে কেউ আঘাত পেতে পারেন। এ ভেবে আমি চিন্তিত। এ রকম মাঠ আমি আগে কখনও দেখিনি। যেখানে স্বল্প সময়ের মধ্যে একসঙ্গে ছয় দল অনুশীলন করে।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। খুব ভালো লাগছে। আমরা ভালো একটি অনুশীলন সেশন করেছি। খুব ব্যস্ত ঠাসা সূচি। ছয় দল অনুশীলন করছে। আমরা দুই ঘণ্টা সময় পেয়েছি। সেীট ভালোভাবেই কাজে লাগিয়েছি।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১০ ডিসেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.