Sylhet View 24 PRINT

তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৫ ১৭:৪৭:০৬

সিলেটভিউ ডেস্ক :: একসঙ্গে ১ লাখ ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসহ ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে ভারত। দেশটির গুজরাটের আহমেদাবাদের সেই স্টেডিয়ামটি পুনঃনির্মাণ চলছে।

এর নাম সরদার প্যাটেল স্টেডিয়াম। ভারতীয় মূদ্রায় ৭০৬ কোটি রুপিতে স্টেডিয়ামটি নির্মিত হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।

২০১৭ সালের জানুয়ারিতে স্টেডিয়ামটির পুনঃনির্মাণ কাজ শুরু হয়। সেই কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে বর্তমানে ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেনস। সরদার প্যাটেল স্টেডিয়াম এবার ইডেন গার্ডেনসকে ছাড়িয়ে যাবে।

শুধু তাই নয়; বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকেও পেছনে ফেলবে এটি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউণ্ডে এক লাখ দর্শক একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারে।

এবার সেই ভ্যেনুটিকে ছাড়িয়ে যেতে সরদার প্যাটেল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১০ হাজার বেশি রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো সূত্রে জানা গেছে, সরদার প্যাটেল স্টেডিয়ামটিতে ৭০টির বেশি কর্পোরেট বক্স, চারটি ড্রেসিং রুম, একটি ক্লাব হাউজ, একটি অলিম্পিক সাইজ সুইমিংপুল রয়েছে।

আগামী বছরের মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ মধ্যকার প্রদর্শনী ম্যাচ দিয়ে সরদার প্যাটেল স্টেডিয়ামের শুভসূচনা হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ওই ক্রিকেট গ্রাউন্ডটির।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.