Sylhet View 24 PRINT

একজন সাকিব এক প্রজন্মেও পাওয়া কঠিন: মাহমুদউল্লাহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৫ ২২:০১:৩৮

সিলেটভিউ ডেস্ক :: ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে চুপ থাকায় ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষিদ্ধ হওয়ায় বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব নেই ঘরোয়া এ জমজমাট টুর্নামেন্টে।
বিপিএলের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের শূন্যতা আদৌ পূরণ করা সম্ভব নয় বলছেন জাতীয় দলের তারকা ক্রিকেটারসহ ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।

সাকিবের অবর্তমানে সবশেষ ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক রিয়াদ সাকিব প্রসঙ্গে শনিবার মিরপুরে বলেন, একজন সাকিব এক প্রজন্মে পাওয়া কঠিন। সাকিব একজনই। আমরা সবাই জানি, ওর সামর্থ্য কতটা, ক্রিকেটীয় দক্ষতা বা মস্তিষ্ক।

জাতীয় দলের হয়ে ২১৬ ম্যাচ খেলে ৭টি সেঞ্চুরির সাহাযে ৮ হাজার ১৬৩ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ১৫০ রান করা রিয়াদ এক প্রশ্নের জবাবে বলেন, সাকিবের সঙ্গে নিজেকে তুলনা করা ঠিক হবে না। আমি চেষ্টা করব। ওর মতো বোলিংয়ে যদি অবদান রাখতে পারি, তাহলে খুশি হব।

সবশেষ ভারত সফরে ইডেন গার্ডেন্স টেস্টে চোট পাওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন রিয়াদ। চোট কাটিয়ে শনিবার চলতি বিপিএলে প্রথম খেলতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ অধিনায়ক রংপুরের বিপক্ষে ৪ ওভারে ১৭ রানে এক উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেন ১৫ রান। বিপিএল সপ্তম আসরের নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পায় চট্টগ্রাম।

এ দিন খেলা শেষে মাহমুদউল্লাহ বলেন, বোলিং আমার কাছে বাড়তি সুবিধা। জাতীয় দলে অনেক বিকল্প আছে। আফিফ আছে, মোসাদ্দেক আছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তারা খুবই ভালো মানের বোলার। আমি ভালো সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারব।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.