Sylhet View 24 PRINT

বিশ্বকাপে অংশ নিতে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৫ ১৫:২৮:১২

সিলেটভিউ ডেস্ক :: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৩তম আসর আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার কিম্বারলিতে শুরু হচ্ছে। সে বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছে বাংলাদেশ যুব দল। তারা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জানুয়ারি (শনিবার)।

বিশ্বকাপের মূল টুর্নামেন্টের খেলা শুরুর আগে এখন চলছে প্রস্তুতি পর্ব। গত সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্বাসরুদ্ধকর এক টাই করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ নিউজল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

মূল আসরে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচ যথাক্রমে ১৮ (জিম্বাবুয়ে), ২১ (স্কটল্যান্ড) ও ২৪ জানুয়ারি (পাকিস্তান)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াড :

আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, সাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।

স্ট্যান্ডবাই : অমিত হাসান, এস এম মেহরাব হাসান, আশরাফুল ইসলাম শিয়াম, মিনহাজুর রহমান মোহান্না, রুবেল মিয়া ও আসাদুল্লাহ হিলাল গালিব।

সৌজন্যে : জাগোনিউজ ২৪

সিলেটভিউ২৪ডটকম/১৫ জানুয়ারি ২০২০/আরএইচডি/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.