Sylhet View 24 PRINT

টানা ২১ ওভার মেডেনের রেকর্ড গড়া সেই বাপু নাদকারনি আর নেই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৮ ১০:৫৯:২০

সিলেটভিউ ডেস্ক :: লাগাতার কয়েক ওভার মেডেন পাওয়ার বিষয়টি টেস্ট ক্রিকেটে প্রায়ই দেখা যায়। তাই বলে টানা ২১ ওভারে একটি রানও দেননি কোনো বোলার - এমন দুধর্ষ রেকর্ডের মালিক কেবল একজনই। তার নাম বাপু নাদকারনি।

ভারতীয় দলের সাবেক এই অলরাউন্ডার ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে টানা ২১ ওভার মেডেন করে ইতিহাস হয়ে রয়েছেন।

ইতিহাস গড়া সেই ভারতীয় অলরাউন্ডার মারা গেছেন। আজ শনিবার বার্ধক্যজনিত কারণে নাদকারনি ইহলোক ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার নাতি বিজয় খারে।

তার বয়স হয়েছিল ৮৬ বছর।

নাদকারনি ছিলেন বাঁহাতি স্পিনার। নিখুঁত লাইন ও লেন্থের বোলিংয়ে সিদ্ধহস্ত ছিলেন নাদকারনি। ভারতীয় বহু স্পিনারের পথপ্রদর্শক ও আইকন ছিলেন তিনি।

বাঁহাতে ব্যাটও চালাতে পারতেন দুর্দান্তভাবে।

১৯৫৫ সালে দিল্লিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন নাদকারনি। ১৯৬৮ সালে সেই নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে শেষ টেস্ট খেলেন।

ভারতের জার্সি গায়ে ৪১টি টেস্ট খেলেছেন বাপু নাদকারনি। ব্যাট হাতে ১৪১৪ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ৮৮টি উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯১টি ম্যাচ খেলে ৮৮৮০ রান করেছেন এই অলরাউন্ডার। ৫০০ উইকেট জমা করেছেন ঝুলিতে যা যে কোনো ভারতীয় অলরাউন্ডারের জন্য ঈর্ষণীয়।

টেস্টে তার সেরা বোলিং ফিগার ৪৩ রানে ৬ উইকেট।

দীর্ঘ ক্যারিয়ারে অনেক সাফল্য থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে টানা ২১ ওভার মেডেনের রেকর্ড করে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দেন এই ভারতীয় টেস্ট অলরাউন্ডার।

সৌজন্যে : এনডিটিভি, যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম/১৮ জানুয়ারি ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.