Sylhet View 24 PRINT

করোনা : ২ হাজার পরিবারকে সহায়তা দিলেন সাকিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩০ ১৩:৫০:১৪

সিলেটভিউ ডেস্ক :: করোনার করালগ্রাসে কুপোকাত গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো এ প্রাণঘাতী ভাইরাসের প্রলয়ঙ্করী ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। স্বভাবতই উদ্বিগ্ন দেশের মানুষ। অনাহারে মানবেতর জীবনযাপন করছেন নিঃস্ব, সহায়-সম্বলহীন খেটে খাওয়া মানুষ।

তাদের সহায়তায় এগিয়ে আসছেন ক্রীড়াঙ্গনের অ্যাথলেটরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। নিজের গড়া ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনের’ মাধ্যমে সুবিধাবঞ্চিতদের সাহায্য করছেন তিনি।

ইতিমধ্যে ‘মিশন সেইভ বাংলাদেশ’ প্রজেক্টের মাধ্যমে ২০০০ পরিবারকে সাহায্য করেছেন সাকিব। এর আগে করোনা মোকাবেলায় নিজেদের বেতনের অর্ধেক অর্থ দান করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

এ জনহিতকর উদ্যোগ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, মিশন সেইভ বাংলাদেশ প্রোজেক্টটির উদ্দেশ্য হলো– করোনাভাইরাসে প্রভাবিত নিম্নআয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবিকার জোগান দেয়া। এখন পর্যন্ত ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে প্রকল্পটি। এ সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে।

সাকিব আরও লিখেছেন, সারা দেশ এখন করোনার প্রকোপ রুখতে লড়ছে। প্রাণঘাতী এ ভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছেন কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এ মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এ অর্থ ব্যবহার করা হবে করোনার কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করার জন্য।

সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম/৩০ মার্চ ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.