Sylhet View 24 PRINT

‘লিটন কীভাবে অধিনায়ক হয়?’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৫ ১৯:৩৪:১৮

সিলেটভিউ ডেস্ক :: নিউজিল্যান্ড সফরে তৃতীয় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে লিটন কুমার দাসের নেতৃত্ব দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

দেশের একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল বলেন, গত তিন বছর ধরে নাজমুল হোসেন শান্তকে নেতৃত্ব দিয়ে ব্যস্ত রাখা হলো, বিসিবি থেকে তখন বলা হলো শান্ত ভবিষ্যৎ অধিনায়ক। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হলা ওপেনার লিটনকে। এটা কেমন হইল? এটা কার দোষ? লিটনের তো দোষ না। টিম ম্যানেজমেন্টেরই তো দোষ।

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিটন করল মাত্র ৪০ রান। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় এ ওপেনারের সংগ্রহ মাত্র ১০ রান। অথচ সিরিজের শেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ না থাকায় নেতৃত্ব দেয়া হলো লিটনের কাঁধে। শেষ ম্যাচে লিটন আউট হলেন শূন্য রানে। এমন অফ ফর্মে থাকার পরও লিটনকে নেতৃত্ব দেয়ায় প্রশ্ন ওঠা স্বাভাবিক।

শুধু লিটন দাসই নয়, জাতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে খেলানো নিয়েও প্রশ্ন তুলেছেন আশরাফুল।

টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ এ সেঞ্চুরিয়ান বলেন, মোহাম্মদ মিঠুনকে আপনি তিন ফরম্যাটে খেলাচ্ছেন। সে তো তিন ফরম্যাটের প্লেয়ার না। তাহলে কেন খেলাচ্ছেন।




সিলেটভিউ২৪ডটকম/ যুগান্তর /জিএসি- ০২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.