Sylhet View 24 PRINT

আহত সাইফউদ্দিন মাঠের বাইরে, বদলি তাসকিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৫ ১৯:২৪:২০

সিলেটভিউ ডেস্ক :: শ্রীলংকান পেসার দুশমন্ত চামিরার বাউন্সারে হেলমেটে আঘাত পান মোহাম্মদ সাইফউদ্দিন। কনকাশন বদলি হিসেবে সাইফউদ্দিনের পরিবর্তে মাঠে নেমে বোলিং করছেন পেসার তাসকিন আহমেদ।

চামিরার করা ৪৭তম ওভারের চতুর্থ বলটা ব্যাটসম্যান সাইফউদ্দিনের হেলমেটে সরাসরি আঘাত হানে। প্রান্ত বদল করতে গিয়ে ওই বলে তিনি রানআউট হয়ে যান ৩০ বলে ১১ রান করে। ম্যাচে বল করা ঝুঁকিমূলক হওয়ায় পরে তাকে দেওয়া হয়েছে বিশ্রাম।

বাংলাদেশের ইতিহাসে এ নিয়ে তৃতীয় কনকাশন বদলি হলেন তাসকিন। তবে ওয়ানডে সংস্করণে অবশ্য তিনিই প্রথম। এর আগে ২০১৯ সালে কলকাতায় গোলাপি বলের টেস্টে দুজন কনকাশন বদলি নিতে হয় বাংলাদেশকে। মাথায় আঘাত পেয়ে লিটন দাস ছিটকে গেলে তার জায়গায় নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। পরে অফ স্পিনার নাঈম হাসানও একইরকম আঘাত পেলে তার জায়গায় নামেন তাইজুল ইসলাম।

ক্রিকেটে নতুন নিয়ম অনুযায়ী শুধু মাথায় আঘাত পেলেই ম্যাচের মধ্যে খেলোয়াড় বদল করার সুবিধা পায় দলগুলো। তবে সেক্ষেত্রে ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান, পেসারের বদলে নামাতে হয় পেসারকে।



সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ জিএসি-২২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.