Sylhet View 24 PRINT

বাংলাদেশের সংগ্রহ ১৪১ রান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৩ ১৩:৪১:১৩

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও নৈপুণ্যতা দেখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচে তামিম-সাকিব-সাব্বিররা যখন ব্যর্থ তখন ঘুরে দাড়ান মাহমুদুল্লাহ। রিয়াদের প্রতিরোধে শেষ পর্যন্ত স্বাগতিক নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করেন। ফার্গুসেনের ‍তৃতীয় শিকার হওয়ার আগে করেন ৪৭ বলে ৫২ রান। এছাড়া নুরুল হাসান ৭ রান এবং রুবেল ২ রানে অপরাজিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে জিতে  ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাশরাফি।

ম্যাচের শুরুতে ম্যাট হেনরির বলে ক্যাচ আউট হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। এর পরই ব্যাটিংয়ে ধস নামে বাংলাদেশের। উইলারের শিকার হয়ে দলীয় ২৮ রানে ফেরেন তামিম ইকবাল। করেন ১৩ বলে ১১ রানে। এরপর আসা-যাওয়ার করেন সাব্বির রহমান ও ফর্মহীন সৌম্য সরকার। ফেরার আগে সাব্বির করেন ১৪ বলে ১৬ রান আর যথারীতি ব্যর্থ সৌম্য শূন্য রানেই ফেরেন। দুই জনই আউট হন ফার্গুসেনের বলে। দলীয় ৬৭ রানে ও নিজের ১৪ রানে বিদায় নেন সাকিব আল হাসানও। কিছুক্ষণ লড়াই করে ২০ রানে প্যাভিলিয়নের পথ ধরে মোসাদ্দেক। আশাহত করেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি। আউট পরের ওভারেই।

এই সফরে তিনটি প্রস্তুতি ম্যাচের দুইটিতে হার, ওয়ানডেতে ৩ ম্যাচ সিরিজে ওয়াইটওয়াশে হতাশাগ্রস্ত টাইগাররা। তাই হতাশা কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মাশরাফি-সাকিবদের।

বাংলাদেশ একাদাশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ,  মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন/তাসকিন আহমেদ।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.