Sylhet View 24 PRINT

বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলি?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৩ ২৩:০২:১২

সিলেটভিউ ডেস্ক :: অনুরাগ ঠাকুর আপাতত ইতিহাস। প্রশ্ন উঠছে, ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের চাবিটা উঠছে কার হাতে? বিষয়টি এখনও ভারতীয় সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন। তবে এরমধ্যে উঠে আসছে বেশ কয়েকজনের নাম। সুনীল গাভাস্কার, মহিন্দর অমরনাথ, ব্রিজেশ প্যাটেলের নাম বলছেন অনেকে।

তবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলীর নাম। এছাড়া গাঙ্গুলীর সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চল ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট টি এস ম্যাথু, গৌতম রায়, দক্ষিণাঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জি গঙ্গারাজুর নামও উঠে আসছে।

তবে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করছেন, বিসিসিআইয়ের দায়িত্বটা সৌরভ গাঙ্গুলীরই পাওয়া উচিৎ। নিজের উত্তরের স্বপক্ষে যথেষ্ট যুক্তিও রেখেছেন তিনি।

গাভাস্কার বলেন, '১৯৯৯-২০০০ সালে ভারতীয় ক্রিকেট যখন ম্যাচ ফিক্সিংয়ে কলঙ্ক বয়ে বেড়ায় সৌরভের নেতৃত্বেই সে সময় ঘুরে দাঁড়িয়েছিল ভারত।’

তিনি আরও বলেন, 'ক্রিকেট বিশ্বে ভারতীয় বোর্ডের ভাবমূর্তি খারাপ হয়েছে। গত বছর জুলাইয়ে আদালত এই রায় দিয়ে দিয়েছে। তবে বোর্ডের অসহযোগিতার জন্যই এতোদিন অপেক্ষা করতে হয়েছে।'

সৌরভ গাঙ্গুলী এখন পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি হওয়ার বিষয়ে এখনও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিলেটভিউ২৪ডটকম/০৩ জানুয়ারী,২০১৭/পিডি/এমকেএম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.