Sylhet View 24 PRINT

সমর্থকদের ধৈর্য ধরতে বললেন তামিম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৮ ০০:১৬:৪০

‘পাঁচ ম্যাচে সবকটি আমরা হেরেছি। এটা সত্যিই দুঃখজনক। সমর্থকরা কতটা হতাশ জানিনা। তবে কন্ডিশন যেহেতু ভিন্ন, তাই সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমার মনে হচ্ছে, স্কোয়াডে থাকা ২২ জনের ১০ জনই এমন কন্ডিশনে প্রথমবার খেলছে।’

শনিবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

‘আসলে ক্রিকেটে রাতারাতি সব বদলে ফেলা অসম্ভব। দেশের মাটিতে আমরা যে সাফল্য পাচ্ছি এটার জন্য প্রায় দশ বছর অপেক্ষা করতে হয়েছে। বিদেশি কন্ডিশনেও যদি আমাদের ভালো করতে হয়, নিয়মিত সফর করতে হবে খেলতে হবে।’ মন্তব্য তামিমের।

ভুলগুলো কমিয়ে আনলে জয়ে ফেরা সম্ভব বলে জানান তামিম।, ‘হয়তো আগামী ৫-১০টা ম্যাচেও ফল আমাদের পক্ষে নাও আসতে পারে। কিন্তু ধীরে ধীরে আমাদের ভুলগুলো কমিয়ে আনতে হবে। তবেই জয়ে ফেরা সম্ভব হবে বলে মনে করছি।’

সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হারে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচও জিততে পারেনি সাকিব-তামিমরা।

প্রসঙ্গত, আগামী ৮ জানুয়ারি সকাল ৮টায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপর খেলবে দুটি টেস্ট। ওয়েলিংটন প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১২ জানুয়ারি। আর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২০ জানুয়ারি। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.