আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে মোস্তাফিজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৫-১১ ২০:০৭:১০

বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন মোস্তাফিজুর রহমান। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের ৪ ম্যাচে ১৪ উইকেট নিতে পারলে আন্তর্জাতিক ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেটের বিশ্বরেকর্ড গড়তে পারবেন কাটার মাস্টার। ১৯ ম্যাচে উইকেটের হাফসেঞ্চুরি করে বিশ্বরেকর্ডটি দখলে রেখেছেন শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস।

ওয়ানডে অভিষেকের পর ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ১১ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজ। ফলে ৪ ম্যাচে ১৪ উইকেট নেয়া তার জন্য খুব বেশি কষ্টসাধ্য নয়। অবশ্য ৫ ম্যাচে ১৪ উইকেট নিতে পারলেও বিশ্বরেকর্ডে ভাগ বসাতে পারবেন বাংলাদেশের বোলিং সেনসেশন।

বাংলাদেশের হয়ে ১৪টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে এখন পর্যন্ত ৩৬ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। অভিষেক ম্যাচেই ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন কাটার মাস্টার। পরের ম্যাচে ৪৩ রানে ৬ উইকেট নেন মোস্তাফিজ; এটাই তার সেরা বোলিং ফিগার।

মেন্ডিসের আগে দ্রুততম ৫০ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড ছিল ভারতের সাবেক পেসার অজিত আগারকারের দখলে। ২৩ ম্যাচে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন তিনি।

শেয়ার করুন

আপনার মতামত দিন