Sylhet View 24 PRINT

রাতে পাকিস্তান মাতাবে তামিমরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১২ ১২:০৪:২৬

সাজছে গাদ্দাফি স্টেডিয়ামের চারপাশ।

২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে কোনোমতে প্রাণ নিয়ে দেশে ফিরেন লঙ্কান দল। সে থেকে দীর্ঘ আট বছর কেটে যাচ্ছে, পাকিস্তান চোখে দেখেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ। দেশের মাটিতে ক্রিকেটকে ফেরাতে কোমর বেঁধে নামেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফলতার মুখ দেখছে।

আজ থেকে লাহোরে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গাদ্দাফি স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধা ৭টা ও বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে দু’দল। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর আর ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে শেষ ম্যাচ।

সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে ১৪ সদস্যের স্কোয়াডে রয়েছেন এক বাংলাদেশি (তামিম ইকবাল), তিন অস্ট্রেলিয়ান (জর্জ বেইলি, টিম পেইনে, বেন কাটিং), পাঁচ সাউথ আফ্রিকান (ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, ডেভিড মিলার, ইমরান তাহির, মরনি মরকেল), ‍দুই ওয়েস্ট ইন্ডিয়ান (ড্যারেন স্যামি, স্যামুয়েল বাদরি), এক শ্রীলঙ্কান (থিসারা পেরেরা), এক ইংলিশ (পল কলিংউড) ও এক কিউই (গ্র্যান্ট এলিয়ট)। কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার।

বিশ্ব একাদশ স্কোয়াড:

হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি।

পাকিস্তান স্কোয়াড:

সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আমিন, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, রুম্মন রইস, উসমান শিনওয়ারি ও সোহেল খান।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.