Sylhet View 24 PRINT

চাচার হাত ধরে জাতীয় দলে ভাতিজা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-০৮ ০০:২১:৩৫

ইনজামাম-উল-হক পাকিস্তান ক্রিকেটের এক উজ্জ্বল নাম। বর্তমানে তিনি দেশটির জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন।

এবার কিংবদন্তি এই ক্রিকেটারের হাত ধরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তারই ভাতিজা ইমাম উল-হক। 

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। ফিটনেস সমস্যার কারণে এই দলে আজহার আলীর পরিবর্তে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী বাঁ হাতি ব্যাটসম্যান ইমাম।

চলতি বছর বাংলাদেশেও খেলে গেছেন ইমাম। কক্সবাজারে অনুষ্ঠিত ইমার্জিং নেশনস এশিয়া কাপে অনূর্ধ্ব-২৩ দলের টানা সেঞ্চুরিও করেন তিনি। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সও করে চলেছেন তিনি।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.