Sylhet View 24 PRINT

‘গর্ভবতী মায়ের অপুষ্টি ডায়াবেটিস রোগের অন্যতম কারণ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৪ ১৬:৫২:৩৭

সিলেট ::    সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক দিবস উপলক্ষে আলোচনায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট ডায়াবেটিক সমিতির সভাক্ষে সিলেট ডায়াবেটিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ লোলিত মোহন নাথ এর পরিচালনায় অনুষ্ঠিত ডায়াবেটিক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন- অধ্যাপক ডা. এম. এ. রকিব।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডায়াবেটিস মরন ব্যাধী হয়ে আসছে তা তিনি শুনেছিলেন অধ্যাপক ডা. ইব্রাহীমের মুখে। গর্ভবতী মায়েদের জন্য ডায়াবেটিক খুবই ঝুকিপূর্ন, “গর্ভবতী মায়ের অপুষ্টিই ডায়াবেটিস রোগের অন্যতম কারণ, তাই গর্ভবতী মায়েদের পুষ্টিকর খবার খাওয়া উচিত” তিনি গর্ভবতী মাদেরকে নিয়মিত গাভীর দুধ থাওয়া ও হাটাচলা করার উপদেশ দেশ। 

তিনি আরোও বলেন, এখন ডায়াবেটিস রোগ নিরাময়ে সিঙ্গাপুর যেতে হয়না, সিলেট ডায়াবেটিক হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাসেবা গ্রহণ করে এবং বিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শে খাদ্যাভাস করতে পারলে ডায়াবেটিক রোগ কে নিয়ন্ত্রণ করে আজীবন সুস্থ থাকা সম্ভব। 

সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ বলেন, ডায়াবেটিক নিয়ন্ত্রণ ও মোকাবেলায় আমাদেরকে সজাগ হতে হবে এবং আগামী প্রজন্মকে এর ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে। যেহেতু দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী তাই ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষিত রাখতে সর্তকতা অবলম্বন করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সমিতির সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান এডভোকেট আ.ফ.ম. কামাল, কার্যকরি কমিটির সদস্য এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক সৈয়দ সুজাত আলী, জীবন সদস্য আলাউদ্দিন আহমদ মুক্তা, অরুপ শ্যাম বাপ্পী, সাবেক সিভিল সার্জন ডাঃ এ.জেড. মাহবুব আহমদ প্রমূখ।

আলোচনা সভার শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র হাসপাতালের ল্যাব ইনচার্জ মালেক খান এবং আলোচনা সভা শেষে সিলেট ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ এম. এ. মান্নানের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি আ.ফ.ম. কামাল।

সিলেটভিউ২৪ডটকম/১৪ নভেম্বর ২০১৭/প্রেবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.