Sylhet View 24 PRINT

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন সেই বইত উল্লাহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৪ ১৮:২৯:১৪

রনিক পাল, ওসমানীনগর প্রতিনিধি:: অবশেষে ৭০ বছর বয়সী বইত উল্লার নাম অন্তর্ভুক্ত হলো বয়স্ক ভাতায়। সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির মোস্তফাপুর গ্রামের বইত উল্লাহ।

একটি বয়স্ক ভাতার কার্ডের জন্যা ধর্না দিয়েও পাননি ভাতার কার্ড অবশেষে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকামের পর টনক নরে কর্তৃপক্ষের। সাথে সাথে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা ছুটে আসেন বইত উল্লাহ'র বাড়িতে।

সোমবার বিকালে বইত উল্লার ভোটার আইডি কার্ড, তার স্ত্রীর ভোটার আইডি কার্ড’র ফটোকপি, ছবি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করে বইত উল্লার নাম অন্তর্ভুক্ত করেন এবং বয়স্কভাতার বই ইস্যু করেন। বইত উল্লা জানান, আজ আমি বেশ আনন্দিত।

স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংবাদ প্রকাশের পর উপজেলার সমাজ সেবা অফিসের আক্তার হোসেন নিজে আমাকে নিয়ে শেরপুর নতুন বাজার জনতা ব্যাংকে বয়স্কভাতা উত্তোলনের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। চলতি মাস থেকে বয়স্কভাতা পাব বলে উপজেলার সমাজ সেবা অফিস থেকে জানানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ নভেম্বর ২০১৭/ আরপি/ এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.