Sylhet View 24 PRINT

সিলেট রুটে নতুন বাস ‘লন্ডন এক্সপ্রেস’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০৬ ০১:০৯:১৬

সিলেটভিউ ডেস্ক :: ঢাকা-সিলেট রুটে বাস নামিয়েছে ‘লন্ডন এক্সপ্রেস’ নামে নতুন একটি কোম্পানি; তারা জানিয়েছে, তাদের বাসগুলো জার্মানির তৈরি মান ব্র্যান্ডের ৪৩০ হর্স পাওয়ারের ডাবল এক্সেল গাড়ি।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার পূর্বাণী হোটেলে ‘লন্ডন এক্সপ্রেস’ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজিউদ্দিন আহম্মেদ রাজু।

লন্ডন এক্সপ্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষে অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান।

রাজিউদ্দিন বলেন, “বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক উন্নতি হয়েছে। এর ফলে জনগণের কর্মচাঞ্চল্য বেড়েছে এবং নতুন নুতন পরিবহন কোম্পানি এ ব্যবসায় যুক্ত হচ্ছে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ এখন আকর্ষণীয় হয়ে উঠেছে। এ খাতের উন্নয়নে আরো বেশি উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে।”

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অর্থায়নে লন্ডন এক্সপ্রেসের গাড়িগুলো নামানো হচ্ছে বলে পরিবহন প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়।

ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান বলেন, “আমরা এখানে যে ইনভেস্টটি করেছি সেটি গুড কোয়ালিটি ইনভেস্টম্যান্ট। আমরা চাই লন্ডন এক্সপ্রেস ভাল করুক, প্রফিট করুক। এর মধ্যে দিয়ে আমাদের টাকা আমরা ফেরত নিয়ে যেতে চাই। এভাবে আমরা আপনাদের সাপোর্ট দিতে চাই।”

বাংলাদেশের পরিবহন ব্যবস্থা খুব ভাল নয় মন্তব্য করে এই ক্ষেত্রে লন্ডন এক্সপ্রেস লিমিটেড ব্যতিক্রম হবে বলে আশা প্রকাশ করেন সাবেক সচিব আরাস্তু খান।

প্রতিষ্ঠানটির এমডি নুরুল ইসলাম বলেন, “আধুনিক মানের জার্মানির তৈরি গাড়ির মাধ্যমে সর্বপ্রথম আমরা ঢাকা-সিলেট রুটে যাত্রী সেবা শুরু করতে যাচ্ছি। শিগগিরই চট্টগ্রাম ও কক্সবাজার রুটেও আমাদের সার্ভিস চালু হবে।”

সুত্র:  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৭/ডেস্ক/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.