Sylhet View 24 PRINT

শ্রীমঙ্গলে শতবর্ষী দুই বটবৃক্ষ কেটে ফেলেছে ফিনলে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০৭ ১৩:১৮:৪১

মৌলভীবাজার সংবাদদাতা:: ফিনলের আমরাইল চা বাগান কর্তৃপক্ষ  দুটি শতবর্ষী বিশালাকৃতির বটবৃক্ষ কেটে ফেলেছে। একাজে তারা কোন অনুমোদন নেয়ারও প্রয়োজন মনে করেনি।

পরে বন বিভাগের নেতৃত্বে কেটে ফেলা গাছের কাঠ জব্দ করা হয়।

মঙ্গলবার একটি বটগাছ ও বুধবার অপর গাছটির অর্ধেক অংশ কাটা হয় বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীরা।

শ্রীমঙ্গল উপজেলার আমরাইল চা বাগানের ৩নং সেকশনে নতুন চা আবাদের জন্য গাছ দুটিকে ক্ষতিগ্রস্ত বৃক্ষ বলে একটি সম্পূর্ণ এবং অপরটি অংশিক কেটে ফেলা হয়।   

জানা গেছে, গাছ কাটার খবর পেয়ে মৌলভীবাজার রেঞ্জের ফরেস্ট গার্ড মোহাম্মদ আলীর নেতৃত্বে চার জনের একটি দল কাঠ জব্দ করে।

আমরাইল চা বাগানের সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুক বলেছেন, গাছগুলোর ভেতরে ক্ষত ছিল, আর নতুন ট্রি-প্লান্টেশনের জন্য বাধ্য হয়েই এগুলো কাটতে হয়েছে। নতুন গাছ লাগালে পরিবেশের উপকার হবে।

বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আর.এস.এম মুনিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেছেন, আমাদের বন বিভাগের তাৎক্ষণিক পদক্ষেপে একটি বটগাছের একাংশ রক্ষা পায়। অনুমতি ছাড়াই বাগান কর্তৃপক্ষ অবৈধভাবে গাছগুলো কেটেছে। পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করা হয়েছে। আমরা কাঠ জব্দ করেছি। বটসহ অন্যান্য ফলদবৃক্ষ কর্তন থেকে বিরত থেকে সেগুলোকে সংরক্ষণের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। আর শতবর্ষী বটগাছ তো কোনোক্রমেই কর্তৃন করা যাবে না বলে জানান সিলেটের ডিএফও আর.এস.এম মুনিরুল ইসলাম।

সিলেটভিউ২৪ডটকম/৬ডিসেম্বর২০১৭/সদা/এমইকে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.