Sylhet View 24 PRINT

সিলেটে শত গৃহিণীর সাথে সময় কাটালেন নায়িকা পপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১১ ১৬:০৪:১৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ১০০জন গৃহিণীর সাথে সময় কাটিয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বৃহস্পতিবার সকালে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে সিলেটে গৃহিনীদের নিয়ে  ‘নিরাপদ নিবাস’ ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পপি। এলপি গ্যাসের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে বসুন্ধরা এলপি গ্যাস দেশব্যাপী গৃহিনীসহ সংশ্লিষ্টদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।

‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ স্লোগানে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নগরীর একটি অভিজাত হোটেলে সকাল ১১টা থেকে ১০০ জন গৃহিনীর অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

গৃহিনীদের উদ্দেশে চিত্রনায়িকা পপি বলেন, বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে নারীদের নিয়ে এ ধরনের সচেতনতামূলক আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। দেশব্যাপী গৃহিনীদের দৃষ্টান্তমূলক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ ক্যাম্পেইনের সার্থকতা প্রতিফলিত হয়। পরে, কর্মশালায় কুইজ ও র‍্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। নায়িকা পপিকে কাছে পেয়ে উৎফুল্ল হয়ে উঠেন কর্মশালায় অংশগ্রহণকারী গৃহিণীরা। এসময় তারা পপির সাথে ছবিও তুলেন।

কর্মশালায় প্রতিনিধিত্ব করেন বসুন্ধরা এলপিজি\\\\\\\' র হেড অফ ডিভিশন সেলস মীর টিআই ফারুক রিজভী। তিনি বলেন, বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার ল্যাবরেটরিতে বিভিন্ন ধাপে পরীক্ষা-নিরীক্ষার পর বাজারজাত করা হয়, ফলে এর সিলিন্ডারের সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করা হয়। তিনি এলপি গ্যাসের পরিচিতি, বৈশিষ্ট্য, নানা তথ্য-উপাত্ত, গ্যাসের চুলা ব্যবহারে সাবধানতার কৌশল ইত্যাদি সচিত্র বিবরণ উপস্থাপন করেন। বাংলাদেশে বসুন্ধরা এলপি গ্যাস কর্পোরেট দায়বদ্ধতা থেকে এ ধরনের কর্মশালার আয়োজন করে চলেছে। ইতোমধ্যে দেশের ৩৫টি জেলায় এ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট, ময়মনসিংহ, কক্সবাজার, ঢাকাসহ সব জেলা, উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি ২০১৮/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.