Sylhet View 24 PRINT

জগন্নাথপুরে আবদুস সামাদ আজাদ সেতু হুমকির মুখে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ১৫:১০:২২

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আবদুস সামাদ আজাদ সেতুটি হুমকির মুখে রয়েছে। জগন্নাথপুর-বেগমপুর সড়কে উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি গ্রামে অবস্থিত স্থানীয় মোকামের ঢালা নামক নদীর উপর নির্মিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদের নামে নামকরণ করেন।

আবদুস সামাদ আজাদ সেতুটি হুমকির মুখে থাকায় স্থানীয় জনসাধারনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, সেতুটির একাংশের এপ্রোচ নদী ভাঙনের কবলে পড়েছে। সংস্কার করা না হলে সেতুটি নদী গর্ভে বিলিন হওয়ার আশংকা করছেন স্থানীয় জনসাধারণ।

স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম, সমাজকর্মী মুজিবুর রহমান মুরাদসহ এলাকার অনেকেই জানান, দিনদিন নদী ভাঙন বেড়েই চলেছে। আরো কিছু দিন এভাবেই ভাঙলে সেতুর এপ্রোচ নদীতে বিলিন হয়ে যেতে পারে। এপ্রোচ নদীতে ভেঙে গেলে সেতুটি ধসে পড়ে অত্র অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা বিরাজ করছে।

তাই যত দ্রুত সম্ভব নদী ভাঙনের কবল থেকে সেতুটি রক্ষা করতে এলাকাবাসী সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সিলেটভিউ২৪ডটকম/১২ জানুয়ারি ২০১৮/এসএইচএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.