Sylhet View 24 PRINT

জগন্নাথপুরে পিআইসি কমিটি থেকে ইউপি চেয়াম্যানের অব্যাহতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ১৫:২৮:৪৫

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাশিম হাওর রক্ষা বেরীবাঁধের পিআইসি কমিটি থেকে অনিয়মের অভিযোগ এনে অব্যাহতি চেয়ে লিখিতপত্র দাখিল করেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ’র নিকট এ লিখিত অব্যাহতিপত্র প্রদান করেন তিনি।

লিখিতপত্র থেকে জানা যায়, ঐ ইউনিয়নে এবারে বোর ফসল রক্ষা বেরীবাঁধের ১৫টি পিআইসি কমিটি গঠন করা হয়েছে। হঠাৎ করে ঐ সব কমিটির মধ্যে ৮টি পিআইসি কমিটির পরিবর্তন করা হয়েছে। এসব পিআইসিতে নীতিমালা অনুযায়ী প্রকৃত কৃষককে রাখা হয়নি এবং যাদের নিজস্ব জমি নেই তাদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। যা সরকারি নীতিমালা পরিপন্থি।
কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাশিম জানান, আমাকে না জানিয়ে আমার ইউনিয়নে ১৫টি পিআইসির মধ্যে ৮টি পিআইসি নীতিমালা বহির্ভূতভাবে গঠন করা হয়েছে। যাদের জমি নেই তাদেরকে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাই আমি পিআইসি কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতির জন্য স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি।

এ ব্যাপারে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, ইউপি চেয়ারম্যানের লিখিত পত্র পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেটভিউ২৪ডটকম/১২ জানুয়ারি ২০১৮/এসএইচএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.