Sylhet View 24 PRINT

সিলেটের তারকা হলেন অপু ও অনন্যা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ১৮:০২:২৯

সিলেট :: প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সিলেটের তারকা ২০১৮’ এ শ্রেষ্ঠ তারকা হিসেবে নির্বাচিত হলেন অপু সেনাপতি ও অনন্যা তালুকদার জেনি। স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়া থেকে শুক্রবার সারাদিন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিলেট শিল্পকলা একাডেমির চিত্রশালায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় একশ প্রতিযোগীর মধ্যে ৫৭জন অডিশন রাউন্ডে অংশ নেয়।

অডিশন থেকে সেরা ১৩ জন ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ পায়। গান, নাচ, অভিনয়, আবৃত্তি, ফটোগ্রাফি, ফিল্ম এবং শিল্পের বিভিন্ন শাখা নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা ১৩ জন থেকে সেরাদের সেরা হয়েছেন অপু সেনাপতি ও অনন্যা তালুকদার জেনি। অপু সেনাপতি সিলেটের থিয়েটার বাংলার একজন নাট্যকর্মী। তিনি অভিনয় আবৃত্তি বিভিন্ন শাখায় পারদর্শী।

অন্যদিকে অনন্যা তালুকদার জেনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী। অনন্যা গান, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন শাখায় পারদর্শী।

কাকতাড়ুয়া সভাপতি খলিলুর রহমান ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারকার্য সম্পন্ন করেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার এবং বিশিষ্ট নাট্যকর্মী ভবতোষ রায় বর্মন, নাট্যালোক সিলেটের ও বাংলাদেশ বেতারের নাট্যকর্মী এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি বাবুল আহমেদ, বিশিষ্ট গায়িকা তমা দত্ত চৌধুরী, কাকতাড়ুয়া সহ-সভাপতি নিশাত তানজুম চৌধুরী বন্যা।

“অ্যাওয়ার্ড অব অনার” হিসেবে আরো দুজন শিল্পীকে নির্বাচিত করে কাকতাড়ুয়া। তারা হলেন মোঃ মেহেদী হাসান , পার্কভিউ মেডিক্যাল কলেজের ছাত্রী রেদওয়ানা তাবাসসুম। সিলেটের সৃষ্টিশীল তরুণ-তরুণীদের নিয়ে গঠিত স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়ার সদস্য সংগ্রহ অনুষ্ঠানের নাম “সিলেটের তারকা”।

এ বছর সিলেটের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, পলিট্যাকনিক ইন্সস্টিটিউট এবং এগ্রিকালচারাল ইন্সস্টিটিউট এর শিক্ষার্থীরা কাকতাড়–য়ায় যোগ দেয়ার জন্য আবেদন করে।

সিলেটভিউ২৪ডটকম/ ১২ জানুয়ারি ২০১৮ / প্রেবি/ এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.