Sylhet View 24 PRINT

ছাতকে ইউছুফ আলী এতিমখানা ও মাদরাসার দ্বিতল ভবনের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ১৪:২৪:১১

ছাতক প্রতিনিধি :: ছাতকে আলহাজ্ব ইউছুফ আলী এতিমখানা ও হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসার দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কালারুকা ইউপির রামপুর গ্রামে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মাষ্টার গোলাম নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের হিউম্যান-রিলিফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. নাবিল আল রামাদ্বান।

প্রতিষ্টানের প্রতিষ্টাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেতা জয়নাল আবেদীনও মাওলানা শাহিন আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্টানের পরিচালক বিশিষ্ট কমিউনিটি নেতা মোশাহিদ আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হিউম্যান-রিলিফ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী কাসিম টুকান, খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, প্রবাসি কমিউনিটি নেতা ও হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের খায়রুল বাশার, মাওলানা মাহমুদুল হাসান, মেহেদী চৌধুরি, নিজার দাহরাম, মুক্তিরগাঁও জামেয়া মোহাম্মদীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান, গোবিন্দগঞ্জ শাহ ওয়ালী উল্লাহ ইসলামী একাডেমির প্রিন্সিপাল মাওলানা আখতার হোসাইন, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা কমর উদ্দিন, গড়গাঁও হামিদিয়া মাদরাসার সূপার মাওলানা আমির আলী, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, কাজি মাওলানা আব্দুস সামাদ, উমাইরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা সূপার মাওলানা আহমেদ সফির, শিক্ষক আব্দুল মুমিন, নূরুল্লাপুর দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরি আব্দুল্লাহ, সূপার মাওলানা জাহাঙ্গির আলম, হাজি ইউছুফ আলী এতিমখানার ও হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা সূপার মাওলানা ছাদিকুর রহমান, হিফজ বিভাগের প্রধান মাওলানা আব্দুল মুকিত।

এসময় উপস্থিত ছিলেন, রামপুর শাহজালাল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির উদ্দন, মাষ্টার ইসলাম উদ্দিন, মরতুজ আলী, হাজি জালাল উদ্দিন, আরিফ আলী গেদা, আবুন নূর, সুনাহর আলী, হারিছ আলী, আব্দুল হামিদ, সামছু মিয়া, তেরাব আলী, হুশিয়ার আলী, হাছন আলী, আব্দুস ছুবহান, মকরম আলী, কালা মিয়া, জুবেল আহম, জেবুল হোসেন, বেলাল আহমদ, মনির মিয়া, যুক্তরাজ্যের রাসিম টুকেন, নাইজার দাহান, সাইরাহ জাফর, শিরিন নেওয়াজ, ফরিদা মাহমুদ, মেহমুনা মোল্লা, রোকসানা আদাম, কানিজ আলী, প্রমূখ।

সভায় মাদরাসার ৪ জন হাফেজ ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দেন ড. নাবিল আল রামাদান। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী শায়েখ আহমদ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ জানুয়ারি ২০১৮/ এমএ/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.