Sylhet View 24 PRINT

পিঠা উৎসবের আয়োজন করেছে শ্রুতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ১৬:৪০:৪১

ফাইল ছবি

সিলেট :: পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির অনুষঙ্গ। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। ষড় ঋতুুর দেশ বাংলাদেশ। প্রতিটি ঋতু স্বমহিমায় আমাদের বাঙ্গালি সংস্কৃতির সাথে জড়িয়ে আছে ওতোপ্রোতভাবে। পিঠা পায়েস পুলি নাড়–ুর কথা উঠলেই শীত ঋতু আমাদের সামনে এসে পড়ে। যার প্রভাব বাঙ্গালী সমাজ ও জাতীয় জীবনে অনস্বীকার্য। প্রতি শীতে শুরু হয় ঘরে ঘরে  পিঠা পুলির উৎসব। বাঙ্গালি সংস্কৃতির এই বর্ণাঢ্য আয়োজনকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য  শ্রুতি সিলেট প্রতিবারের মত এবারও পিঠা উৎসবের আয়োজন করেছে।

আগামী ২৭ জানুয়ারি ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ (ছোট ক্যাম্পাস) সুবিদবাজারে দিনব্যাপী এ পিঠা উৎসব ১৪২৪ বাংলার। এবারের আয়োজন পিঠা উৎসবের তেরতম আয়োজন। দিনব্যাপী আয়োজনে থাকবে পিঠা মেলা-প্রতিযোগিতা ও প্রর্দশনী, চিত্রাংকন প্রতিযোগিতা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।

পিঠামেলা ও প্রতিযোগিতার অন্তর্ভূক্তি ফরম পাওয়া যাবে সমবায় মার্কেটস্থ নিউনেশন লাইব্রেরি ও ফ্রিডম ফ্যাশন হাউস আম্বরখানাতে। চিত্রাংকন প্রতিযোগিতায় নাম অন্তর্ভূক্তি এবং বিস্তারিত তথ্যের জন্য ০১৮১৯৫৬০৮৬০,০১৭১৭৬৭৪৩১০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০১৮/প্রেবি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.