Sylhet View 24 PRINT

জগন্নাথপুরে উন্নয়ন মেলা সমাপ্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ১৮:৩৪:১২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জগন্নাথপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। শনিবার বিকেলে সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হোসাইন মোহাম্মদ হাই জকি, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মখলিছুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, সাংবাদিক অমিত দেব, শিক্ষক আব্দুল মালিক প্রমুখ।

সভায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় অংশ নেয়া ৫৭টি স্টলের মধ্যে থেকে যৌথভাবে উপজেলা মৎস্য অফিস ও সমবায় অফিস প্রথম স্থান, রানীগঞ্জ, পাটলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদকে দ্বিতীয় স্থান, নির্বাচন অফিস, উপজেলা প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা অফিস, ও অ্যাকাউন্ট অফিস তৃতীয় স্থান অর্জন করে। চতুর্থ পুরস্কার পান ব্যাংক কর্ণার ও জগন্নাথপুর পৌরসভা। সভায় শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীর মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হয়।

পরে শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন। সকালে তথ্য প্রযুক্তি অবকাঠানো উন্নয়নে বাংলাদেশ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শামস উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এম.এ আলী প্রমুখ।

পরে বিভাগীয় কমিশনার জগন্নাথপুর উপজেলায় পাউবোর ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ পরির্দশন করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০১৮/সাহোসু/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.