Sylhet View 24 PRINT

সিলেটে নাজমানারার এক বছর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৪ ০০:০৮:০৫

নিজস্ব প্রতিবেদক :: ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্বপ্রাপ্তির একবছর পূর্ণ হয়েছে সিলেটের প্রথম এই নারী বিভাগীয় কমিশনারের। কৃতিত্বের সাথেই তিনি কাটিয়েছেন তাঁর দায়িত্বের এক বছর।

বিগত এক বছরে সিলেটে ঘটে গেছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা। এসব ঘটনা বিভাগীয় কমিশনার নাজমানারা খানুমের ভূমিকা নজর কেড়েছে।

বিভিন্ন অঙ্গনে নারীর অগ্রগতির মাঝেই গতবছরের ১১ জানুয়ারি সিলেটে প্রথমবারের মতো বিভাগীয় কমিশনারের দায়িত্ব পেয়েছিলেন এই নারী। যার নেতৃত্বে চলেছে গোটা সিলেট বিভাগ।
 
গত বছরের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি মো. অাবদুল হামিদের আদেশে উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ অধিশাখার এক প্রজ্ঞাপনে (নং-০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৪.১০-১৬) সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পান ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম।
 
এর আগে ড. নাজমানারা খানুম জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (অতিরিক্ত সচিব) দায়িত্ব পালন করেছেন। সেখান থেকেই সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ জানুয়ারি ২০১৮/ এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.