Sylhet View 24 PRINT

সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানা: সিলেটে ভোরের কাগজ পরিবারের মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৪ ১৭:০৯:৫০

সিলেট ::  বরেণ্য সাংবাদিক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে হুমকি প্রদান এবং তাঁর বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেটে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ হিসাবে সংবাদপত্রের দায়িত্ব হচ্ছে সমাজের ভুলত্রুটি তুলে ধরা।

এ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোন পত্রিকার সম্পাদক ও সাংবাদিককে হয়রানি করা হয়, তা হলে বুঝতে হবে এটা সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। সত্য-মিথ্যা প্রমাণের আগে শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, শ্যামল দত্ত সবসময় সত্যের পক্ষে সোচ্চার। তিনি কখনো কোন অন্যায়ের সাথে কখনো আপস করেন না। তারা শ্যামল দত্তের মতো নির্ভীক ও অকুতোভয় সাংবাদিকের বিরুদ্ধে জারি করা পরোয়ানা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

ভোরের কাগজ সিলেট পরিবারের উদ্যোগে রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ভোরের কাগজের সিলেট ব্যুরো চিফ ফারুক আহমদ। হাওর উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক কাশমির রেজার উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, ইমজার সভাপতি আল আজাদ, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, একাত্তর টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, আলোকিত বাংলাদেশের ব্যুরো প্রধান মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগান্তরের নিজস্ব প্রতিবেদক আব্দুর রশিদ রেনু, ইত্তেফাকের ব্যুরো প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জণ দাশ, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, মহানগর শাখার সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, ইমজার সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, বাংলাটিভি’র বিশেষ প্রতিনিধি শাহাব উদ্দিন শিহাব, সাংবাদিক আফতাব উদ্দিন, সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নুর আহমদ, সিনিয়র সাংবাদিক এম এ মতিন, মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, ইকরা বাংলা টিভির ব্যুরো প্রধান আহমদ সেলিম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আজমল খান, পাঠক ফোরাম সিলেটের পক্ষে এস এম শরীফুল আলম তুহিন ও উদয়ন বড়–য়া।
 
উপস্থিত ছিলেন সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, সিনিয়র সাংবাদিক ছিদ্দিকুর রহমান, এম আহমদ আলী, সংবাদপত্র হকার সমিতির সভাপতি হালিম আহমদ, সাবেক সভাপতি শাহ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোকাদ্দেস বাবুল, অধ্যাপক মাসুক আহমদ, অধ্যাপিকা জান্নাত আরা খান, প্রভাষক প্রভাতী ইসলাম, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, এম মামুন আহমদ, ভোরের কাগজের জেলা প্রতিনিধি ইয়াইয়া মারুফ, শাবি প্রতিনিধি জুনায়েদ আহমদ, উপজেলা প্রতিনিধি ইলিয়াস আকরাম, সৌরভ হোসেন, ফাহাদ হোসেন, ফটো সাংবাদিক সুহেল আহমদ প্রমুখ।
 
মানববন্ধনে একাত্মতা পোষণ করেছেন সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সুজন জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও বাপার জেলা সেক্রেটারী আব্দুল করিম কীম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ জানুয়ারি ২০১৮ / প্রেবি/ এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.