আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মাগুরার নয়, বিশ্বনাথী প্রার্থীকে নির্বাচিত করুন: এমপি এহিয়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-২১ ১৯:৩৮:২৪

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেট-২ আসনের এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, ‘কুচক্রীমহল সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ড চোখে দেখতে পায় না। তাই আল্লাহর কাছে প্রার্থনা করি সরকারের উন্নয়ন দেখার জন্য তিনি যেন তাদের (কুচক্রীমহল) চোখের জ্যোতি বৃদ্ধি করে দেন। বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরে নেতার এমন সংকট পড়ে নি যে ওই এলাকার উন্নয়ন করানোর জন্য মাগুরা থেকে কাউকে ভাড়া এনে এমপি নির্বাচিত করতে হবে। ওই আসনের নেতৃবৃন্দরা দেশ-বিদেশের বিভিন্নস্থানে নিজের যোগ্যতা দিয়ে নেতৃত্ব দিয়ে আসছেন। তাই আগামী নির্বাচনেও লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের জন্য বিশ্বনাথী প্রার্থীকে নির্বাচিত করুন, মাগুরার কাউকে নয়।’

প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নে প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যরে আঙ্গুরা ও সুড়িরখাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন এমপি এহিয়া।

তিনি আরও বলেন, ‘মাগুরার কাউকে সিলেট-২ আসনে এমপি নির্বাচিত করলে, নির্বাচিত হয়ে তিনি সিলেট-২ আসনের পরিবর্তে মাগুরার উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকবেন। তিনি আবার সিলেটবাসীর আঞ্চলিক ভাষার কথাও বুঝতে পারেন না, তাই আপনাদের কথা উনাকে বুঝিয়ে বলার জন্য শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন আবার সিলেটি ভাষাও বুঝেন এমন কাউকে সাথে নিয়ে যেতে হবে। তাছাড়া শ্বশুর বাড়ির চেয়ে বাবার বাড়ির এলাকা প্রত্যেকের কাছে বেশি প্রিয়। তাইতো আমাদের সাবেক-বর্তমান দুই প্রধানমন্ত্রী (খালেদা-হাসিনা) শ্বশুর বাড়ির এলাকার আসনের পরিবর্তে বাবার বাড়ির আসন থেকে বার বার নির্বাচন করেন এবং ওই এলাকার উন্নয়নও বেশি বেশি করেন। এজন্য আমাদের এলাকার সঠিক ও কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন করতে পৈত্রিক সূত্রে ওই এলাকার নাাগরিক এমন প্রার্থীকে নির্বাচিত করতে হবে।’

এহিয়া বলেন, ‘ইলিয়াস আলী ভোটে নয়, মানুষের দোয়ায় ফিরে আসবেন। তাই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিখোঁজ ইলিয়াস আলীকে বিক্রি করা বন্ধ করে উনার ফিরের আসার জন্য আল্লাহর কাছে দোয়া করতে শিখুন। মনে রাখতে হবে আবেগ দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি করতে হয় অঙ্ক দিয়ে। আন্দোলন-সংগ্রাম করে যেমন নির্বাচন বন্ধ করা যায় না, তেমনি সরকার গঠন করাও যায় না। তাই জাতীয় পার্টির মতো সকল নির্বাচনে অংশগ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখুন।’

রোববার দুপুরে আঙ্গুরা খাল সমবায় সমিতির সভাপতি আবদুস সোবহানের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, জেলা পরিষদের সদস্য সহল আল রাজী চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, মাদ্রাসা শিক্ষক মাওলানা ফয়জুর রহমান, ইউপি মেম্বার জহুর আলী, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ মিয়া, তাজ উদ্দিন বাবুল, উপজেলা যুব সংহতির আহবায়ক নুর মিয়া মেম্বার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আঙ্গুরা খাল সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল জলিল।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হারিছ আলী, ইউপি মেম্বার আবদুল বারী, নাসির উদ্দিন, করিমা বেগম, মুরব্বী মকন মিয়া, হুশিয়ার আলী, আনোয়ার হোসেন, হাজী তেরাব আলী, হারিছ আলী, মজম্মিল আলী, আবদুল মছব্বির, আবদুন নূর, হাজী হুশিয়ার আলী, প্রবাসী আবদুল হামিদ মালা, আবদুর রউফ, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ.কে.এম. দুলাল, আব্দুল হান্নান, মনোহর আলী, সুমন আহমদ সুনন, জাপা নেতা নূরুল হক লেচু মোল্লা, নাজিম চৌধুরী, সুহেল আহমদ, যুবলীগ নেতা এম.এ. আহাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নানু মিয়া, জামায়াত নেতা ফিরুজ মিয়া, উপজেলা সেচ্ছাসেবক পাটির সভাপতি আব্দুল মতিন, সহ সভাপতি শওকত হোসেন, ব্যবসায়ী রহিম উদ্দিন, হেলাল উদ্দিন, সংগঠক দিলবর আলী, সফিক আলী, তজম্মুল আলী, আব্দুল মানিক, ফারুক মিয়া, খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক দুলাল আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০১৮/পিবিএ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন