Sylhet View 24 PRINT

সরকার তৃণমূল মানুষের উন্নয়নে আন্তরিক : ড. এ কে মোমেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-২৩ ১৪:১৮:৪৯

সিলেট :: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান সরকার নারীদের সমস্যা সামাধানে আন্তরিকভাবে কাজ করছে। দেশের মহিলাদের এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন চলছে। বিধবা  ভাতা, বয়স্ক  ভাতাসহ তৃণমূল মানুষের কল্যাণে সরকারের উদ্যোগের ইতিবাচক ফলাফল মানুষ ভোগ করছে। এই ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সিলেট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার (২১ জানুয়ারি) বিকেলে সিলেট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, জয়িতা হামিদা খান লনির নিপবন মনিপুরী পাড়ার বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন হামিদা খান লনি।

বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোমেনের স্ত্রী মিসেস সেলিনা মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা জাভেদ সিরাজ, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান আফসর আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহালদার আনসার মিয়াসহ এলাকার কয়েকশ’ মানুষ।

ড. মোমেন এ সময় সদর উপজেলার অসহায় ঘরবাড়িহীন মানুষের একটি তালিকা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সিলেটভিউ২৪ডটকম/২৩জানুয়ারি২০১৮ /প্রেবি/এমইকে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.