Sylhet View 24 PRINT

কুলাউড়ায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, ৫ পুলিশ আহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৩ ১৬:০৬:৫৯

কুলাউড়া প্রতিনিধি :: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। অবস্থান কর্মসূচিতে অবস্থানের ১০ মিনিটের সময় পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি, পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এসময় দুইজন এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হন।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে পৌরসভা কার্যালয় সম্মুখে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেয়ার পরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম, সনাক কান্তি দাস, কনস্টেবল সাইফুল ইসলাম, সুব্রত তালুকদার, ইমাম উদ্দিন। আহতরা কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
সরেজমিনে দেখা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কুলাউড়া পৌরসভার সম্মুখে কুলাউড়া বিএনপির বিববাদমান দুটি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। এসময় পুলিশ বাধা দিলে বাকবিত-ায় জড়ান বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পুলিশকে  উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এতে আহত হন ৫ পুলিশ সদস্য। পরে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করলে সটকে পড়ে তারা।
 
কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুড়লে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অ্যাসল্ট মামলার প্রস্তুতি চলছে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ফেব্রুয়ারি ২০১৮/এসএ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.