Sylhet View 24 PRINT

২য় বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৩ ২০:২৮:৫৭

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মান করতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে হবে। কারণ খেলাধুলা মানুষকে অপরাধ প্রবনতা থেকে দূরে রেখে শরীর গঠনে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরোও বলেন, শীঘ্রই উপজেলা পরিষদ ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করা হবে। আশাকরি তাতে অংশগ্রহণ করবেন প্রত্যান্ত অঞ্চলের ফুটবলাররা। আর পরবর্তিতে সেরাদের সমন্বয়ে গঠিত হবে বিশ্বনাথ একাদ্বশ।

তিনি মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার শাহজিরগাঁও ফুটবল মাঠে ‘২য় বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব ২-০ গোলের ব্যবধানে পিবিএফসি’কে হারিয়ে টূর্ণামেন্টের শুভ সূচনা করেছে।
এসোসিয়েশনের সভাপতি শিপন তালুকদারের সভাপতিত্বে এবং জেলা ধারাভাষ্যকার সমিতির সভাপতি জুয়েল আহমদ নূর, যুগ্ম সম্পাদক এম দিলশাদ আহমদ, সদস্য মোহাম্মদ আলী লিটনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেনের কাউন্সিলর নেছার আলী, বিশ্বনাথ সদর ইউপি মেম্বার জহুর আলী, শামীম আহমদ, প্রবাসী জসিম উদ্দিন জুনেদ, লয়াছ মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী সুরুজ আলী, সাবেক ফুটবলার সাবুল আহমদ, রাজনীতিবিদ আবদুর রউফ, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, সংগঠক কবির আহমদ, ছাত্রনেতা ইমরান আহমদ সুমন, আক্রম আলী, একে রাজু, মিয়াদ আহমদ, ছালেক মিয়া প্রমুখ’সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ফেব্রুয়ারি ২০১৮/পিবিএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.