Sylhet View 24 PRINT

বাহুবলে টিলা দখল নিয়ে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, আহত ২০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৪ ১৮:২৮:১১

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবলে বিরোধপূর্ণ টিলা দখল নিয়ে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন।

বুধবার দুপুরে উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহতদের মাঝে আশংকাজনক অবস্থায় আব্দাল মিয়া (৫০), হাবিব উল্লাহ্ (২৮), ইদ্রিস আলী (৫৫), রেনু মিয়া (৩০) আসম উল্লাহ্ (৪০) ও রাসেল মিয়াকে (২২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, ১৭ একর ৫৭ শতাংশ টিলা ভূমি যোগযোগ ধরে বাড়িঘর নির্মাণ করে ভোগদখল করে আসছেন গ্রামবাসী। কিন্তু উক্ত জমি জেমস্ ফিনলে কোম্পানীর রামপুর চা বাগানকে লিজ দেয় সরকার। এ নিয়ে গ্রামবাসী আদালতে মামলাও দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ বুধবার উক্ত টিলা থেকে গ্রামবাসীকে উচ্ছদ করতে যায়। এ সময় গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও গ্রামবাসী পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন।

হবিগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ফেব্রুয়ারি ২০১৮/কেএস/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.