Sylhet View 24 PRINT

গ্রেটার বিশ্বনাথ ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকের কম্বল বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৪ ১৯:২৯:৪৪

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে প্রায় দেড় শতাধিক অসহায়-গরীব-দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে ‘গ্রেটার বিশ^নাথ ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ও ‘বিশ^নাথ বন্ধু সমাজ কল্যান সংস্থা’র ব্যবস্থাপনায় শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় প্রাঙ্গনে প্রধন অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। তিনি বলেন- গরীব ওঅসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের পাশাপাশী দেশের বৃত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে।

বীরমুক্তিযোদ্ধা এম আলী ফাউন্ডেশনর চেয়ারম্যান নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ও বিশ^নাথ বন্ধু সমাজ কল্যান সংস্থার সভাপতি আবদুর রবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, ব্যবসায়ী হাজী আবদুল হাই, মাহবুবুর রহমান লিলু, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহম্মদ আলী শিপন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সদস্য শাহ জুম্মান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- বন্ধু সমাজ কল্যান সংস্থার সদস্য শাহিদুর রহমান বাচ্চু, বদরুল ইসলাম, আনছার আলী, সংগঠক সুমন মিয়া, সাইদ আহমদ, লোকমান আহমদ, অলিউর রহমান অলি, কদ্দুছ আলী, আক্তার আহমেদ, মাওঃ আব্দুল কাদির, দিলোওয়ার হোসেন।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ফেব্রুয়ারি ২০১৮/পিবিএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.