Sylhet View 24 PRINT

শিমু হত্যা: আজ পুলিশের রিমান্ড আবেদন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-২৭ ০০:০৭:২০

নিজস্ব প্রতিবেদক :: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ছুরিকাঘাতে নিহত সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু (৩২) হত্যাকান্ডের ঘটনায় তিন আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে পাঠানো ওই আসামীকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে আজ রিমান্ড আবেদন করবে পুলিশ। এই নিয়ে এই হত্যাকান্ডের ঘটনায় মোট ৪ জন আসামী কারাগারে রয়েছেন। এর মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছিল।

সোমবার বেলা আড়াইটার দিকে শিমু হত্যা মামলার আসামীদের মধ্যে মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ, ইমাদ উদ্দিন ও দেওয়ান জাকি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত তাদেরকে আবেদন মঞ্জুর না করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বেনু চন্দ্র দেব।

তিনি জানিয়েছেন, ‘আসামীদের গ্রেফতারে আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু তারা পালিয়ে ছিল। সোমবার নিজেরাই আদালতের কাছে আত্মসমর্পণ করেছে। আদালত তাদেরকে কারাগারে পাঠিয়েছেন। এখন পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে। আজ মঙ্গলবার আদালতে রিমান্ড প্রার্থনা করার কথা রয়েছে।’

এর আগে গত ২৩ জানুয়ারি এ খুনের ঘটনায় নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল কোতোয়ালি থানা পুলিশ। সুনামগঞ্জ জেলার আসামপুর এলাকার ফয়ছল আহমদের ছেলে রোমান আহমদ (২৮) নামের ওই আসামীও কারাগারে রয়েছে।

গত ৩ জানুয়ারি বুধবার রাতে শিমু হত্যাকান্ডের ঘটনায় মামলা (নং-০৭(০১)১৮) দায়ের করা হয়েছিল। শিমুর মামা তারেক আহমদ লস্কর বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামী মহানগর ছাত্রদল নেতা নাবিল রাজা চৌধুরী উরফে নাবিন চৌধুরীকে। ২ নম্বর আসামী করা হয় মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজকে। এছাড়াও আসামী তালিকাতে নাম রয়েছে ছাত্রদল কর্মী মিজানুর রহমান সুজন, জাহেদ আহমদ, জাকি, ইমাদ উদ্দিন, নাহিয়ান রিপন, তুষারসহ কয়েকজনের। অজ্ঞাতনামা হিসেবে আরো ৬/৭ জনের নাম রয়েছে।

প্রসঙ্গত, ১ জানুয়ারি নগরীর কোর্টপয়েন্টে প্রকাশ্য দিবালোকে নিজ দলের সন্ত্রাসীদের হাতে খুন হন ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমু। পরের দিন দুই দফা জানাজার শেষে বাদ এশা শিমুর মরদেহ হযরত শাহজালাল (র.) দরগাহ গোরস্থানে সমাহিত করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮/ এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.