Sylhet View 24 PRINT

রাগীব-রাবেয়া মেডিকেলে তিন দিনের শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-১৩ ০১:০৯:৩৭

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা থেকে নেপালগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১৩ শিক্ষার্থী। এদের মধ্যে দুজন জীবিত আছেন বলে জানা গেছে।

এদিকে, বিমান দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনায় সিলেটের রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে। সোমবার সন্ধ্যায় জালালাবাদ রাগীব-রাবেয়া রাবেয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।

তিনি জানান, ১৩ নেপালি শিক্ষার্থী দুর্ঘটনাকবলিত বিমানে ছিলেন। তবে তাদের ভাগ্যে কী ঘটছে তা এখনও বলা যাচ্ছে না। যদিও প্রাথমিক খবরে তাদের ১১জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় আমরা শোকাহত। এ কারণে তিন দিনের শোক ঘোষণা করা হচ্ছে। মঙ্গলবার ক্লাস-পরীক্ষাও বন্ধ থাকবে। এছাড়া কলেজের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো ব্যাজ ধারণ করা হবে।

উল্লেখ্য, চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ হওয়ায় ছুটি কাটাতে নিজ দেশে যাচ্ছিলেন মেডিক্যাল কলেজের নেপালি ১৩ শিক্ষার্থী।

শিক্ষার্থীরা হচ্ছেন- ১৯তম ব্যাচের সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।

কলেজের অধ্যক্ষ বলেন, চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের জন্য দুই মাসের মতো সময় লাগে। সাধারণত রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট থাকে না। তাই ওই সময়ে সবাই নিজেদের বাড়িতে চলে যায়।

তিনি আরও জানান, আমরা নেপালি অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। একই সঙ্গে তাদের অ্যাম্বাসির সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করছেন তারা। ওই মেডিক্যালে ২৫০ জন নেপালি নাগরিক পড়ছেন বলেও জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১৩ মার্চ ২০১৮/ডেস্ক/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.