আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এক সেতুতে জাফলংয়ের দূরত্ব কমলো ১৮ কিলোমিটার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৫ ১৩:৫৬:১৪

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: দীর্ঘ প্রতীক্ষার পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীর উপর জাফলং সেতুর উদ্বোধন হয়েছে। বাংলা নববর্ষের দিন প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে জাফলং বাজারের কাছে নির্মিত সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ। সেতুটি উদ্বোধন হওয়ায় সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার কমে গেল।

এছাড়া জাফলংয়ের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো পর্যটনকেন্দ্র বিছানাকান্দি, রাতারগুল ও পাংথুমাইয়ে। সেতুটি নির্মিত হওয়ায় এখন পর্যটকরা একই দিনে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল ও পাংথুমাই বেড়ানোর সুযোগ পাবেন।

জাফলং বাজার মাঠে পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবুর সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা শামসুল আলম ও মোজাম্মেল হোসেনের পরিচালনায় সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা মমুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৫ এপ্রিল ২০১৮/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন