আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ইতালি, নেদারল্যান্ডসের পর এবার জার্মানিতে কনফারেন্সে যাচ্ছেন সিলেটের কাওসার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৬ ০০:১৯:৩১

সিলেট :: তুরস্কের ডকুজ এইলুল ইউনিভার্সিটি’র হয়ে জ্যাকবস ইউনিভার্সিটি জার্মানিতে ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগ দিচ্ছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইউই)’র প্রাক্তন ছাত্র কাওসার আহমদ। আগামী ২০,২১ ও ২২ এপ্রিল তিনি ‘ইন্ডিং ডিসপ্যারিটি : প্রমোটিং ডাইভারর্সিটি’ ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগদান করবেন।

এ উদ্দেশ্যে ১৯ এপ্রিল তুরস্ক থেকে জার্মানির উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি। কনফারেন্স শেষে তিনি তুরস্কে ফিরবেন। কনফারেন্সে আলোচনার বিষয়- বৈষম্যের অবসান : বৈচিত্রের উন্নয়ন।

ইতিপূর্বে তিনি একই ইউনিভার্সিটির হয়ে গত বছরের ১০ নভেম্বর ইতালির ভেনিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘পলিটিকাল প্র্যাক্টিসেস ইন মেডিয়েবোল ইউরোপ’। এরপর গত ২৯ ও ৩০ জানুয়ারি নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব গ্রোনিয়ানে ইন্টারন্যাশনাল কনফ্লিকট ম্যানেজমেন্ট কনফারেন্সে যোগদান করেছিলেন। এবং তুরস্কের ইজমির ইন্টান্যাশনাল গেস্ট স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০ ফেব্রুয়ারি দক্ষিণপূর্ব এশিয়া বিষয়ক কর্মশালায় ‘ভায়েলশন অফ সিটিজেন রাইটস অফ রোহিঙ্গা মাইনরিটি ইন মায়ানমার : কজেস এন্ড পসিবল লিগাল সলোশন’ গবেষনা প্রবন্ধ উপস্থাপন করেন।

কাওসার আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার চরিপাড়া গ্রামের মো: আব্দুল হান্নান এবং রওশনারা বেগম চৌধুরীর কনিষ্ঠ ছেলে। গ্রামের চরিপাড়া হাইস্কুল থেকে এসএসসি, সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) শেষ করেন। তিনি ২০১৬ তুরস্কের সরকারি বৃত্তি পেয়ে পাড়ি জমান সে দেশে।

উল্লেখ্য, বর্তমানে তিনি তুরস্কের ডকুজ এইলুল ইউনিভার্সিটিতে ইউরোপিয়ান ইউনিয়ন ‘ল’ মাস্টার্সে (গবেষণা) অধ্যয়নরত আছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ এপ্রিল ২০১৮/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন