আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে শিশু আনন্দমেলার উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৬ ১৮:০২:২০

সিলেট :: সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী, সিলেট এর উদ্যোগে বাংলা “বর্ষবরণ ও শিশু আনন্দমেলা” সোমবার বিকেল সোয়া ৪টায় ৪দিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিন অনুষ্ঠিত হয়।
 
তুলির আঁচড় দিয়ে “বৈশাখে রং লাগাও প্রাণে”র উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনন্দমেলার উদ্বোধন করা হয়। 

স্থানীয় সরকারের সিলেট বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিনহার সভাপতিত্বে ও শিশু একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক নাজমা পারভীনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা, ইমজা সিলেটের প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্তকর্তা সাইদুর রহমান ভূইয়া।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে নৃত্য শৈলী, দ্বৈতস্বর, গ্রীণ ডিজেবল ফাউন্ডেশন ও শিশু একাডেমীর প্রশিক্ষণার্থীরা। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় ২শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ এপ্রিল ২০১৮/প্রেবি/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন