আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সিলেটে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৬ ১৮:০৮:৫৯

সিলেট :: সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে সিলেটবাসীর প্রাণের ১১দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সোমবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমান জুনুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সহ-সভাপতি ডা. হাবিবুর রহমান, হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়া, লয়লুছ আহমদ চৌধুরী, সংগঠনের সিনিয়র সদস্য লাইলী বেগম, সিনিয়র সহ সভাপতি মুন্নি ইসলাম তালুকদার, এম.এ মতিন বাদশা, মো. নূর মিয়া, সহ সভাপতি আলহাজ¦ সুরুজ আলী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল্লাহ আবু সাঈদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, শাবিপ্রবির অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমান, কবি অধ্যাপক সিরাজুল হক খান, কবি কামাল আহমদ, এডভোকেট আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া, মুহিবুর রহমান তালুকদার, নাজিম, আমিন উদ্দিন তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাষা সৈনিকদের রাষ্ট্রীয়ভাবে তালিকা করতে হবে। সিলেটে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র স্থাপন করতে হবে। সিলেটে সাংবাদিকদের ট্রেনিং সেন্টার স্থাপন, শ্রম আদালত স্থাপন এবং হাইকোর্ট ব্যাঞ্চ পুনরায় স্থাপনের দাবি জানান।

সিলেটে ট্রেভেলিং ট্রেনিং সেন্টার, দক্ষিণ সুরমা উপজেলাকে পৌরসভায় রূপান্তর, চন্ডিপুল হতে সিলাম-জালালপুর-সুলতানপুর-বালাগঞ্জ রোড জরুরী ভিত্তিতে মেরামত, সিলেট শহরের বাসা-বাড়ীতে গ্যাস সংযোগ প্রদান, দক্ষিণ সুরমা, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, বিশ^নাথে আবাসিক গ্যাস সংযোগ প্রদানের জোর দাবী জানান। সিলেটের প্রতিটি সরকারী ও আধা সরকারী অফিসে স্থানীয় লোক নিয়োগ, চা প্রশাসনিক সদর দপ্তর সিলেট স্থাপন, সিলেটে ট্রেনের বেহাল অবস্থার উন্নয়নের পাশাপাশি সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম বিরতীহীন ট্রেন চালু করতে হবে, ডেসটেনির মালিক রফিকুল আমিন সিলেট সহ সারাদেশের বিধবা মহিলা, এতিম, নিরীহ গরীবের প্রায় বত্রিশ হাজার কোটি টাকা আত্মস্বাৎ করেছে উক্ত টাকা উদ্ধার করে তা বিতরণের ব্যবস্থা করা, গরীব জনগণের স্বাস্থ্যসেবা সহজে পাওয়ার লক্ষ্যে ডাক্তারের প্রাইভোট চেম্বারের ভিজিট ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে রাখার দাবী জানান। বক্তারা সিলেটে বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবী করে বাংলাদেশকে পুরোপরি রাজাকার মুক্ত করার লক্ষ্যে রাজাকার পরিবার চিহ্নিত করে বিচারের আওয়াতা আনার দাবী জানান।

মানববন্ধন শেষে সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু’র সিলেটবাসীর প্রাণের ১১দফা দাবী সম্বলিত স্মারকলিপি সিলেটের জেলা প্রাশসক নুমেরী জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবরে প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ এপ্রিল ২০১৮/প্রেবি/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন