আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৬ ১৯:০৩:১৪

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপস্বাস্থ্য (আরডি) কে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উন্নীত করণ উপলক্ষে নব নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুরে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে এতে ব্যয় হবে ১ কোটি ৫৬ লক্ষ টাকা।

এদিকে ৩০ লক্ষ টাকা ব্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মোক্তাদির পিপিএম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ প্রমুখ।

এ সময় উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি কমলগঞ্জ থানা জামে মসজিদের উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন।


সিলেটভিউ২৪ডটকম/১৬ এপ্রিল ২০১৮/জেএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন