আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ছাতকে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৬ ২০:০৬:১৫

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে মাদকাসক্ত ছেলে আব্দুল কাদিরকে (১৮) পুলিশের কাছে সোপর্দ করেছেন মা রোকশানা বেগম।  উপজেলার দোলারবাজার ইউনিয়নের গোবিন্দনগর (লক্ষিপুর) গ্রামে এ ঘটনা ঘটেছে।

মা রোকশানা বেগমের লিখিত আবেদনের প্রেক্ষিতে সোমবার তার নিজ বাড়ি থেকে কাদিরকে আটক করেন ছাতক থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন।

আটককৃত আব্দুল কাদিরকে সিলেটের ‘প্রেরণা’ নামক মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পাঠানো হয়েছে।  

মা রোকশানা বেগম জানান, আব্দুল কাদির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। সে প্রতিদিনই নেশার টাকার জন্য পরিবারের লোকজনকে গালিগালাজ ও ঘরের আসবাপত্র ভাংচুর করায় নিরুপায় হয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই কাদিরকে পুলিশের সহায়তায় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ এপ্রিল ২০১৮/এমএ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন