আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ক্বিনব্রিজের নিচে এসব কি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৯ ০০:০৬:৫৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগরীর ক্বিনব্রিজের নিচ এবং আশপাশ এলাকায় পতিতাবৃত্তি, মদ ও জুয়ার আসর, ছিনতাইসহ নানা আসামাজিক কর্মকাণ্ড চলার অভিযোগ দীর্ঘদিনের।  এ বিষয়ে প্রশাসন নিরব ছিল এতোদিন।  তবে বুধবার বিকেলে হুট করে ওই এলাকায় অভিযানে নামেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযানে টুনি বেগম, সিয়াম আহমদ ও লিটন মিয়া নামের তিন যুবক-যুবতীকে আটক করা হয়।  এছাড়া ক্বিনব্রিজ এলাকা থেকে অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং মদ ও জুয়ার সামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত জিনিসের মধ্যে ‘লুব্রিকেটিং জেল’ও ছিল।  এই লুব্রিকেটিং জেল যৌন কাজে ব্যবহার করা হয়।  বিপুল পরিমাণ লুব্রিকেটিং জেল জব্দ করা হয় অভিযানে।

কোতোয়ালী থানার এসআই ফয়েজ আহমদ বলেন, অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং মদ ও জুয়ার সামগ্রী জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযানের বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অপরাধের বিরুদ্ধে সিসিক সোচ্চার। যেখানেই অপরাধ হবে, সেখানেই অভিযান চালানো হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ এপ্রিল ২০১৮/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন