আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেট-ঢাকা রোডে অত্যাধুনিক বাস, সাথে খাবার ফ্রি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২০ ০০:১০:০৬

নিজস্ব প্রতিবেদক :: সিলেট থেকে ঢাকায় যাওয়া কিংবা ঢাকা থেকে সিলেটে আসতে এখন সড়কপথে বাসে যাতায়াতে মিলছে আরো বেশি স্বাচ্ছন্দ্য। এই প্রথমবারের মতো সিলেট-ঢাকা রোডে নেমেছে অত্যাধুনিক ডাবল ডেকার বাস। একইসাথে যাতায়াতে মিলছে বিনামূল্যে খাবার।

যাত্রীদের সুবিধার্থে গ্রিন লাইন পরিবহন এই ডাবল ডেকার বাস সড়কে নামিয়েছে।

সিলেট-ঢাকা রোডে ৬টি ডাবল ডেকার বাস চালাবে গ্রিন লাইন।

জানা গেছে, গ্রিন লাইন ডাবল ডেকার বাসে সার্বক্ষণিক ওয়াই-ফাই সুবিধার পাশাপাশি যাত্রাপথে বুফে আয়োজনে খাওয়ানো হচ্ছে যাত্রীদের। এ জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হচ্ছে না। বাসের টিকিটের মূল্যও বাড়ছে না। আগের মতো ১২০০ টাকায় ভাড়ায় ঢাকা-সিলেট রুটে চলছে গ্রিন লাইন ডাবল ডেকার।

ঢাকা এবং সিলেট দুদিক থেকে প্রতিদিন সকাল ৭টায় বাসযাত্রা শুরু করবে। দিনে ১০ ট্রিপ বাস চলবে ঢাকা-সিলেট সড়কপথে। দোতলা বাসের ৪৩ সিটের মধ্যে নিচের ডেকে রয়েছে ১১টি আসন এবং ওপরের ডেকে ৩২টি।

সিলেটভিউ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৮/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন