আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কচু পাতায় ধানের শীষ দেখিয়ে আর বিভ্রান্ত করা যাবে না: এমপি মানিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২০ ০০:৫৫:৩৬

ছাতক প্রতিনিধি :: ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।

তথ্য প্রযুক্তির এ যুগে কচু পাতায় ধানের শীষ দেখিয়ে এদেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবেনা। এদেশে ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ নেই।

তিনি বলেন, বর্তমানে গ্রামের পর গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে, এই ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি ও ভাতগাও ইউনিয়নের ছাতারপই, পাগনারপাড়, দক্ষিণ সাদারাই, গণিপুর গ্রামের পৃথক বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিকালে আইনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী সভায় সিংচাপইড় ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মাষ্টার নাসিরুদ্দিনের পরিচালনায় ও পরবর্তীতে ভাতগাও ইউনিয়নের ছাতারপই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, ছাতক উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হুসেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন।

বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আমিরুল হক, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান সেলিম।

উপস্থিত ছিলেন, কালারুকা ইউপি আ.লীগের সভাপতি আফতাব উদ্দিন, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল হক, ভাতগাও ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিমান ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান টুনু, আবু সামা রাসেল, যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৮/এমএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন