আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে ভিজিএফ'র চাল পাচার: জব্দ ৬৬ বস্তা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২০ ১০:৩৫:৫৫

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জে পাচারকালে ভিজিএফ'র ৬৬ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে সরকারি বরাদ্দকৃত এ চাল ও চাল পরিবহনে ব্যবহৃত পিকআপ বৃহস্পতিবার বিকালে জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি বিশেষ বরাদ্দকৃত তিন মাস মেয়াদি ভিজিএফ'র চাল ও নগদ টাকা বিতরণ শুরু হয়। কিন্তু বরাদ্দকৃত চাল বিলি না করে বিক্রির উদ্দেশ্যে পাচার করে দেয় স্থানীয় একটি সিন্ডিকেট। আগেও এরকম পাচারের ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্ষোভ তৈরি হয় স্থানীয়দের মধ্যে।

তারা বৃহস্পতিবার গোপনে রাস্তার বিভিন্ন স্থানে পাহারা বসান। বিকালে ২ টি পিকআপে পাচারের চাল নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারের দিকে রওয়ানা দিলে মোবাইল ফোনে এ খবর দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানাকে। খবর পেয়ে তিনি ৬৬ বস্তা ভিজিএফ চালসহ দুইটি পিকআপ আটক করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এরকম চাল পাচারের ঘটনা নিয়মিত। কিন্তু নেতাদের ভয়ে কেউ মুখ খোলেন না।

তারা মনে করেন ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়নে সাধারণ জনতা সচেতন ও সাহসী ভূমিকা রাখলে এসব চুরি রোধ করা সম্ভব।

পিকআপ চালক আনিস জানান, পাচারের জন্য পিকআপ ভাড়া করেন মাইজগাও এর মনু মিয়া ও ফেঞ্চুগঞ্জ বাজারের যিশু।

সিলেটভিউ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৮/এফইউ/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন