আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

অগ্রণী ব্যংক গোয়ালাবাজার শাখায় সেবা মাসের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২০ ১৪:২১:৫৮

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহক সেবা, ঋণ আদায় ও রেমিটেন্স আহরণ মাসের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ব্যাংকের গোয়ালাবাজার শাখায় সেবা মাসের উদ্বোধন করা হয়।

শাখা ব্যবস্থাপক আহমেদ শামস উদ্দিন ইবনে আহাদের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মো. আশিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- অগ্রণী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ওসমানীনগর উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শাহ সুলতান আহমদ, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো. শরিফ উল্যা, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গ্রাহক মাহবুব আলম, দিপু মিয়া ও মুজিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক জয়নাল আবেদীন, কবির আহমদ ও রনিক পাল।

অগ্রণী ব্যাংক গোয়ালাবাজার শাখার সেবার মান বৃদ্ধি, ঋণ প্রদায় ও আদায় রেমিটেন্স গ্রাহকদের দ্রুত সেবা বৃদ্ধি সহ সুবিধা অসুবিধার কথা গ্রাহকদের নিকট থেকে শুনেন অনুষ্ঠানের প্রধান অতিথি মা. আজিজুর রহমান।

গ্রাহকদের ব্যক্তব্য শুনার পর সরকারি ব্যাংক হিসিরে নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্ছ গ্রাহক সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যব্ক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিদের নিয়ে ফিতা কেটে সেবা মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমান।

উল্লেখ্য, অগ্রণী ব্যাংকের ৯শ’ ৪২টি শাখার মধ্যে গোয়ালাবাজার শাখা ১৯ ৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই শাখার বর্তমান গ্রাহক সংখ্যা ১৪ হাজার ৭শ’জন।

সিলেটভিউ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৮/আরপি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন